বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ - ২১:৪১
১৯ শে শাওয়াল শবে জুম্মা উপলক্ষে আল হুজ্জাত পত্রিকার শাওয়াল সংখ্যা প্রকাশিত হলো

প্রতি শবে জুম্মার ধারাবাহিকতা মেনে আজও শবে জুম্মা তে রাজাপুর গ্রামে আল হুজ্জাত একাডেমী এবং আঞ্জুমানে নাসেরানে মাহদী আঃ কমিটির সদস্যরা দোয়া ও জিয়ারতের মজলিসের আয়োজন করেছিল।

১৯ শে শাওয়াল শবে জুম্মা উপলক্ষে আল হুজ্জাত পত্রিকা (অনলাইন সংস্করণ)র শাওয়াল সংখ্যা প্রকাশিত হলো।
    প্রতি শবে জুম্মার ধারাবাহিকতা মেনে আজও শবে জুম্মা তে রাজাপুর গ্রামে আল হুজ্জাত একাডেমী এবং আঞ্জুমানে নাসেরানে মাহদী আঃ কমিটির সদস্যরা দোয়া ও জিয়ারতের মজলিসের আয়োজন করেছিল। দোয়া ও জিয়ারতের শেষেই মাসিক আল হুজ্জাত(অনলাইন সংস্করণ)পত্রিকার "শাওয়াল সংখ্যা"প্রকাশিত হয়।

আল হুজ্জাত পত্রিকা (অনলাইন সংস্করণ)র শাওয়াল সংখ্যা প্রকাশিত হলো।
  বর্তমান সংখ্যায় আল্লাহ র অস্তিত্ব, ইমামদের দিকনির্দেশনা, আন্তর্জাতিক প্রসঙ্গ, কুরান ও হাদীসের অভিজ্ঞান এবং যুগের ইমাম আঃ বিষয়ক একাধিক প্রবন্ধ এবং কবিতা স্থান পেয়েছে।যা সচেতন পাঠক হৃদয়ের খোরাক মেটাবে বলেই আশা করা হচ্ছে।।
      দ্বীনি জ্ঞান, ইসলামী রীতিনীতি এবং জ্ঞান চর্চার এক নতুন দিগন্ত বাংলা র বুকে মেলে ধরার উদ্দেশ্যেই এই পত্রিকার প্রকাশ।তাই প্রতিটি শিক্ষিত, অল্পশিক্ষিত এবং সচেতন মানুষ কে দ্বীনি জ্ঞান চর্চা র সমুদ্রে অবগাহন করতে হবে।যাতে করে দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের জ্ঞান এবং চরিত্রকে উন্নত করা সম্ভব হয় এবং ইমাম আঃ এর আগমনে র পটভূমি তৈরি হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha